ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আহ্বান জানিয়েছে। করোনাকালে আসন্ন নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত স্থগিত করতে তিনি দেশটির শীর্ষ আদালতে আবেদন করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) একটি রেডিও সাক্ষাতকারে মাদুরো এসব কথা জানান।
তিনি বলেন, সারাবিশ্বে মহামারী চলছে। করোনাভাইরাসে মহামারীকে উপেক্ষা করে নির্বাচনকে অগ্রাধিকার দেয়া এবং সেই পরিবেশে নির্বাচন পরিচালনা করা দায়িত্বজ্ঞানহীন হবে।
মাদুরো বলেন, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের সর্বোচ্চ বিচারপতির হাতে থাকবে।
বিতর্কিত সরকার-সমর্থিত জাতীয় গণপরিষদটি ডিসেম্বরের মেয়াদ বাড়িয়ে দিতে পারে বলে মাদুরো যোগ করেন।