দেড় মাস বিরতির পর সোমবার (২৭ এপ্রিল) থেকে আবার শুরু হয়েছে প্যারিসের নটর ডেম গির্জার সংস্কার কাজ।
গত বছরের ১৫ এপ্রিল ৮৫০ বছর পুরনো এই গির্জায় আগুন লাগে। মাত্র ৩০ মিনিটেই ছাদ থেকে মেঝে পর্যন্ত আগুন ছড়িয়ে যায় এবং ছাই হয়ে যায় অপূর্ব সব কারুকাজ।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ প্যারিসে হতে যাওয়া ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আগেই ৫ বছরের মধ্যে এর সংস্কার কাজ শেষ করার প্রতিজ্ঞা করেন। কিন্তু সে তুলনায় কাজ অনেক পিছিয়ে রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বাতাসে ছড়িয়ে পড়া সীসা ও শীতকালীন ঝড়ের কারণে কাজে ব্যাঘাত ঘটে এবং কোভিড-১৯ মহামারির কারণে মার্চে কাজ একেবারে বন্ধ হয়ে যায়।
গির্জার প্রধান যাজক মনসিগনর প্যাট্রিক শভেট বলেন, যাতে পুরোপুরি কাজ শুরু হতে পারে সেজন্য সামাজিক দূরত্বের নিয়মগুলো যোগ মেনে সোমবার (২৭ এপ্রিল) থেকে কাজ শুরু হয়েছে। সংক্রমণের ঝুঁকি কমাতে শ্রমিকদের গোসল করার জায়গা সংস্কার করা হবে এবং পোশাক পরিবর্তনের কক্ষ সংযোজন করা হবে।
শভেট রয়টার্সকে বলেন, ‘আমরা দেড় মাস সময় হারিয়েছি ঠিকই, কিন্তু সংস্কার কাজ নির্দিষ্ট সময়সীমার মাঝেই শেষ হবে। তবে তার মানে এই নয় যে, পুণঃনির্মাণের সমস্ত কাজ শেষ হবে। এর ফলে আমরা আবার গির্জা চালু করতে পারবো।
তিনি আরও বলেন, কাজ একবার পুরোপুরি শুরু হলে প্রথম করণীয় হলো গির্জায় পড়ে থাকা ধাতব টুকরোগুলো সরানো যা আগুনে পুড়ে গলে গেছে। এই কাজ হয়ে গেলে আমরা গির্জাকে নিরাপদ হিসেবে বলতে পারবো।
উল্লেখ্য ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রাল প্যারিসের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।