চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বাজারে রেমডেসিভির

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:48:10

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় চলতি সপ্তাহেই ‘রেমডেসিভির’ বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন গিলিয়াড সায়েন্সেসের প্রধান নির্বাহী ডেন ও'ডে।

রোববার (৪ মে) রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানির প্রধান নির্বাহী ডেন ও'ডে এ ঘোষণা দিয়ে বলেন, করোনা আক্রান্ত রোগীর জরুরি চিকিৎসায় আমরা চলতি সপ্তাহের প্রথম দিকেই ১৫ লাখ রেমডেসিভির বাজারে নিয়ে আসতে যাচ্ছি।

আমরা এ ওষুধ সরকারকে দেব, এরপর প্রয়োজনের ভিত্তিতে দেশের যেখানে প্রয়োজন সেখানে বিতরণ করা হবে।

ওডে বলেন, সরকার নির্ধারণ করবে, যে কোন শহরগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কোথায় রোগীদের ওষুধের প্রয়োজন রয়েছে।

এর আগে ১ মে করোনা চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। আক্রান্ত রোগী যারা হাসপাতালে চিকিৎসা নেবেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

জুনেই জানা যাবে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা

অনুমোদনের অপেক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের দুই প্রতিষেধক

করোনা চিকিৎসায় রেমডেসিভির কার্যকারিতা প্রমাণিত: ড. ফাউসি

করোনার চিকিৎসায় কাজ করছে রেমডেসিভির

অক্সফোর্ডে ভ্যাকসিন তৈরিতে আরও অগ্রগতি

প্রকৃতির বিরুদ্ধাচরণ, আসতে পারে মহাবিপর্যয়

ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো অ্যাস্ট্রাজেনেকা

এ সম্পর্কিত আরও খবর