রেস্তোরাঁ-বার-সেলুন খুলতে যাচ্ছে ইতালি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 03:21:49

আগামী সপ্তাহ থেকে দেশের সব রেস্তোরাঁ, বার, সেলুন ও পাল্লার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি।

মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নির্দেশনা মোতাবেক কার্যত ১৮ মে থেকে এসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

একইসঙ্গে ছোট প্রতিষ্ঠান, যাদুঘর ও লাইব্রেরিও খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। রেস্তোরাঁগুলোতে চার মিটার দূরত্ব রাখার ব্যবস্থাসহ সকল প্রকার
সুরক্ষার বিষয়াদি কার্যকর করতেও সতর্কতা জারি করা হয়েছে।

দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। একই সাথে বাড়ছে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫৮৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন কোভিড-১৯ রোগী এবং মারা গেছেন ১৭৯ জন। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৩৯ জনে এবং আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৯ হাজার ৮১৪ জন।

এ সম্পর্কিত আরও খবর