করোনা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করায় ব্রাজিলের সদ্যনিয়োগ প্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেক পদত্যাগ করেছেন।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্যমন্ত্রণালয়ে মন্ত্রী তার পদত্যাগ পত্র জমা দেন। এর আগে গত মাসে, দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, ব্রাজিলের প্রধানমন্ত্রী লকডাউন বিরোধী। যে কারণে এপ্রিলে পদত্যাগ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক। একই কারণে সদ্য নিয়োগ প্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী টেকও পদত্যাগ করলেন।
উল্লেখ্য, ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় ৬য়ে অবস্থান করছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৩১ জন। আর মারা গেছে ১৪ হাজার ২৬৭ জন।