সীমান্ত খুলতে পোল্যান্ড এবং চেক রিপাবলিককে জার্মানির আহ্বান

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 17:54:40

মানুষ এবং পণ্যের অবাধ যাতায়াত নিশ্চিত করতে শীঘ্রই সীমান্ত খুলে দেওয়ার জন্য পোল্যান্ড এবং চেক রিপাবলিকের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। শনিবার (১৬ মে) জার্মানির পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস একথা জানিয়েছেন।

তিনি এ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ সীমান্ত খুলে দিয়ে ভ্রমণ চালু করার তাগাদা দিয়েছে। তবে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় দফা সংক্রমণ রোধে অন্তত জুনের মাঝামাঝি পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের সাথে ভ্রমণের জন্য সীমান্ত বন্ধ রাখার পরামর্শও দিয়েছেন।

মাস জানান, ‘আমরা আগামী কয়েকদিনের মধ্যেই ডেনমার্কের সাথে সীমান্ত নিয়ন্ত্রণ বন্ধ করে দেবো এবং ১৫ জুন থেকে ফ্রান্স, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের সীমান্তে কোনো চেকিং করবো না’।

মাস যোগ করেন, ‘আমি আশা করছি নিকট ভবিষ্যতে পোলিশ এবং চেক বন্ধুরাও বর্তমান সীমান্ত নিয়ন্ত্রণ প্রত্যাহার করবে’।

এই সপ্তাহের শুরুর দিকে পোল্যান্ডের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, ১২ জুন পর্যন্ত তারা কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ করবে।

এদিকে চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী আন্দ্রেজ ব্যাবিস জানিয়েছেন, প্রতিবেশী অন্য দেশগুলোর মত জার্মানিতে এখনো করোনাভাইরাস পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় আসেনি। ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে জার্মানির সাথে এখনই কোনো সমঝোতা নয়।

এ সম্পর্কিত আরও খবর