করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় এগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাসাচুসেটস বায়োটেকনোলজি সংস্থা (মর্ডানা)। সোমবার (১৮ মে) প্রাথমিক ট্রায়ালে ভ্যাকসিনটি কার্যকরী ফলাফল দেখিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইতোমধ্যে ভ্যাকসিনটি আসলে মানব দেহে কাজ করে কিনা তা দেখার লক্ষে সংস্থাটি জুলাইয়ে বৃহৎ ক্লিনিকাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে।
সংস্থাটি জানিয়েছে, যে আটজন রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদেরকে দেড় মাস ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল। তাদের মধ্যে স্বল্প ও মাঝারি মাত্রায় ভাইরাস-সংঘটিত অ্যান্টিবডিগুলোর রক্তের মাত্রা বাড়িয়ে তোলে। একই পরিবর্তন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে দেখা যায়। তবে সেটি এখনও প্রমাণিত নয়।
এছাড়া ভ্যাকসিনটি নিরাপদ ও ভালভাবে সহ্য হয়েছে। গুরুতর কোনো বিরূপ ঘটনার খবর পাওয়া যায়নি।
সংস্থাটি ভ্যাকসিন গবেষণা ও তৈরির জন্য ফেডারেল এজেন্সি বায়োমেডিকাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি থেকে ৪৮৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা পেয়েছে।