বানরের শরীরে করোনার প্রপোটাইপ ভ্যাকসিনে কার্যকর ফল মিলেছে। নতুন এ গবেষণায় নয়টি করোনা আক্রান্ত বানর ভ্যাকসিন প্রয়োগে সংক্রমণ মুক্ত হয়েছে।
বুধবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন আশা প্রকাশ করেছে বিজ্ঞানীরা। মানুষের শরীরেও এ ভ্যাকসিন একইভাবে কাজ করতে পারে বলে জানায় তারা।
তবে এ পরীক্ষার অগ্রগতি নিয়ে বেশ আশাবাদী বিজ্ঞানীরা। এর কারণ জানিয়ে এ গবেষণা দলটি জানায়, প্রথম দফায় বানরগুলোকে ভ্যাকসিন দেওয়ায় সেরে ওঠে। পরবর্তীতে বানরগুলোকে আবার আক্রান্ত করা হয়। কিন্তু বানরগুলো আর অসুস্থ হয়নি। এটা আমাদের জন্য অনেক বড় সাফল্যের বিষয় পাশাপাশি আমরা করোনা চিকিৎসার নতুন দিগন্ত দেখতে পাচ্ছি।
হার্ভার্ডের বেথ ইসরায়েল ডিকননেস মেডিকেল সেন্টারের ভাইরোলজি ও ভ্যাকসিন গবেষণা কেন্দ্রের গবেষক ড. ড্যান বারৌচ বলেন, ভ্যাকসিনটি প্রকৃতিকভাবে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে এবং পুনরায় করোনা সংক্রমণ থেকে রক্ষা করবে। এ গবেষণাটি আমাদের জন্য খুব ভাল খবর।
প্রোটোটাইপ ভ্যাকসিন হচ্ছে এমন একটি মডেল ভ্যাকসিন যা উৎপাদন ও ব্যবহারের আদেশ দেওয়ার আগে পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।