অভ্যন্তরীণ সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:54:51

সীমান্ত নিয়ন্ত্রণ ব্যতীত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনার আর কোনো সক্রিয় কেস না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রোববার (৭ জুন) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘোষণা দিয়ে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে এখন আর কোনো করোনার সক্রিয় কেস নেই।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা প্রস্তুত। করোনাভাইরাস ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করেছিলাম আমরা।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে চার সপ্তাহের জন্য লকডাউন করা হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন। নিউজল্যান্ডে ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জন মানুষকে করোনা টেস্ট করা হয়েছে। দেশটিতে ১ মিলিয়ন মানুষের বিপরীতে ৫৮ হাজার ৯৪৫ জনের উপর টেস্ট করা হয়। 

এ সম্পর্কিত আরও খবর