করোনা পরিস্থিতিতে চলতি বছর মার্চের ২৪ তারিখের পর থেকে জুনের ১৮ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট সীমিত আকারে চালু ছিল। প্রায় তিন মাস পর মে মাসের শেষে বেশকিছু দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হতে শুরু করে।
চলতি মাসের ১৮ তারিখে মোট বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজারে।
শুক্রবার (১৯ জুন) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটার্ডার২৪ এ তথ্য দেখিয়েছে। তারা জানায়, জুনের ১৮ তারিখে আন্তর্জাতিক রুটে ৫০ হাজার ৩৮টি ফ্লাইট ছেড়ে যায়। বাণিজ্যিক ট্র্যাফিকে ১২ এপ্রিলে মাত্র ২৩ হাজার ৯২৩ ফ্লাইট ট্রাক করে। তবে এখন অবধি, অ-বাণিজ্যিক ট্র্যাফিক বৃদ্ধির পথে এগিয়েছে।
এপ্রিলের পর থেকেই বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ১৮ জুন পর্যন্ত যা ৫০ হাজারে পৌঁছেছে। তবে গত বছর ২১ জুন আমরা ১২৬,৭৫৩টি বাণিজ্যিক ফ্লাইট ট্র্যাক করেছি। তবে পরিস্থিতি বিবেচনায় এটা অবশ্যই ভালো কিছুর ইঙ্গিত দেয়।
২০২০ সালের ১৮ জুন পর্যন্ত হিসেব অনুযায়ী, বাণিজ্যিক ফ্লাইট ছিল ৩৮ দশমিক ৮ শতাংশ। যা ২০১৯ সালে একই সময়ে ৫৭ দশমিক ৬ শতাংশ ছিল।