বৈশ্বিক মহামারি করেনাভাইরাসের সংক্রমণ নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস অ্যাধানম গেব্রিয়েসুস।
বৃহস্পতিবার সারা বিশ্বে একদিনে সর্বোচ্চ দেড় লাখ মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।
শুক্রবার (১৯ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
তিনি বলেন, বিশ্ব এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গত একদিনে যে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে, এদেদের অর্ধেকই হলো আমেরিকা অঞ্চলের।
তেদ্রোস অ্যাধানম আরও বলেন, অনেকেই ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন। অনেক দেশ স্বাভাবিক আর্থ-সামাজিক স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাইছে।
কিন্তু ভাইরাসটি এখনো দ্রুত বিস্তার ঘটাচ্ছে এবং সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও হাত ধোয়ার বিষয়গুলো এখনো খুবই জরুরি, যোগ করেন ডব্লিউএইচও’র প্রধান।