ব্রাজিলে একদিনে রেকর্ড ৫৫ হাজার ২০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৫৬৮ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০ জন।
শুক্রবার (১৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে ।
ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরীক্ষার অভাবে প্রকৃত পরিসংখ্যান জানা যাচ্ছে না। পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা হলে করোনা আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হতো। দেশটি করোনা আক্রান্তের দিক থেকে শীর্ষ যেতে আর মাত্র কয়েক সপ্তাহ দূরে রয়েছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বে ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
ব্রাজিলের দরিদ্রতম জনগোষ্ঠী এবং আদিবাসীরা মহামারি দ্বারা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো এই সংকটের বিষয়ে তার প্রতিক্রিয়ার জন্য তীব্র সমালোচিত হয়েছেন। তিনি প্রথমে এই রোগটিকে ‘সামান্য ফ্লু’ হিসাবে বর্ণনা করেছিলেন।
এমন অবস্থার মধ্যেই দেশের অর্থনীতি ফের সচল করার জন্য মরিয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তার এই সব নীতির কারণেই ইতিমধ্যে মন্ত্রিসভা ছেড়েছেন দুইজন মন্ত্রী।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬১ হাজার ৮২০ জনে। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৮৭ লাখ ৫০ হাজার ৯৯০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মরণঘাতী এই ভাইরাস।