বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে রোববার (২১ জুন) সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ১৯৭ জন। আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৩ হাজার ১৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭ লাখ ২৬ হাজার ৮৯১ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ ২৯ হাজার ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৫৩ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৮ জনের। আর আক্রান্ত হয়েছে ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন। তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ৫৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১১০ জন।
এছাড়া ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭৫ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু ও ১ লাখ ৬০ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছে।
এদিকে বিশ্বে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭৭ জনের এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজারের বেশি মানুষ।