মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মধ্য আমেরিকায় সুনামির আশঙ্কা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:48:42

মেক্সিকোর দক্ষিণ উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে অনুভূত এই ভূমিকম্পের ফলে মধ্য আমেরিকাসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখায় সুনামির আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ সকাল ১১টা ২৯ মিনিটের দিকে মেক্সিকোর সান্তা মারিয়া জাপোতিতলান থেকে ৭ মাইল দক্ষিণে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। গভীরতা ছিল প্রায় ২০ মাইল এবং এর উৎপত্তিস্থল ওয়াক্সাকা রাজ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে।

গুয়াতেমালা এবং পুরো দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে এই কম্পন অনুভূত হয়েছে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) এর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সেন্টার (পিটিডব্লিওসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের ৬২০ মাইলের মধ্যে মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর এবং হন্ডুরাসে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

পিটিডব্লিওসি এই অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে এবং জাতীয় ও স্থানীয় নির্দেশাবলী মানতে বলেছে।

ভূমিকম্পের ফলে মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে এবং ওয়াক্সাকা রাজ্যের বেশ কিছু ভবনে ফাটল দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর