বিশ্বের প্রসাধনীর বিখ্যাত ব্র্যান্ড লরিয়েল তাদের ত্বক উজ্জ্বলকারী পণ্য থেকে ‘সাদা’, ‘ফর্সা’ এবং ‘হালকা’ এ জাতীয় শব্দ বাদ দেবে।
শুক্রবার (২৬ জুন) ব্র্যান্ডটির একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। এর একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে ইউনিলিভারও একই ঘোষণা দিয়েছে।
বিশ্ব বাজারে ত্বক ফর্সাকারী ক্রিম বানানোর বড় দুটি প্রতিষ্ঠান হলো ইউনিলিভার এবং লরিয়েল। তাদের এসব পণ্য এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবিয়ান বিভিন্ন দেশে ব্যবহৃত হয় যেখানে ফর্সা ত্বককে বেশি প্রাধান্য দেওয়া হয়।
মে মাসের শেষ দিকে আমেরিকার মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় ইউনিলিভারের বিশেষ করে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ব্র্যান্ড তোপের মুখে পড়ে।
লরিয়েলের পণ্যের মধ্যে রয়েছে, গার্নিয়াল স্কিন ন্যাচারালস হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস ক্রিম।
জনসন অ্যান্ড জনসন আরো এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়েছে, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে তারা তাদের নিউট্রোজেনা এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি বন্ধ করে দেবে।