ইথিওপিয়ায় সহিংসতায় ৮০ জনের মৃত্যু

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 02:09:10

ইথিওপিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাকালু হুন্দিসার মৃত্যুর জের ধরে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতার দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই দেশটির রাজধানী আদ্দিস আবাবায় সেনা মোতায়েন করা হয়েছে।

গত সোমবার (২৯ জুন) শিল্পী হাকালু হুন্দিসা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির পুলিশ। হাকালু হুন্দিসার মৃত্যুর পরদিন দেশটির রাজধানী এবং ওরোমিয়া অঞ্চলে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। দুর্বৃত্তদের প্রকাশ্যে লাঠি-রামদা নিয়ে শহরে ঘুরে বেড়াতে দেখা গেছে।

ওরোমিয়ার পুলিশ প্রধান বলেন, বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ওরোমিয়া স্পেশ্যাল পুলিশ ফোর্সের তিন সদস্যও রয়েছেন।

ইথিওপিয়ার তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন শিল্পী হাকালু হুন্দিসা। দেশটিতে তিন বছরের টানা আন্দোলনের মুখে আগের মেয়াদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের পর পূর্ব আফ্রিকার দেশটিতে অবাধ রাজনীতির নতুন যুগ শুরু হয়েছে বলে ধরা হয়। ওই সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশে হাকালুর গান মাইকে বাজাতেন।

দেশটির অনেক বাসিন্দা আশঙ্কা করছেন যে বৃহস্পতিবার (২ জুলাই) হাকালু হুন্দিসার নিজ শহর আম্বোয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে এতে সহিংসতা আরও বাড়তে পারে।

এ সম্পর্কিত আরও খবর