আফগানিস্তানে তালেবান হামলা, নিহত ১০

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 03:42:49

আফগানিস্তানের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবান জঙ্গিদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশের আয়বাকে জাতীয় নিরাপত্তা অধিদফতরের একটি কার্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মাদ সেদিক আজিজি জানান, গাড়ি বোমার মাধ্যমে এই হামলা শুরু হয়। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন বন্দুকধারী নিহত হলে এই হামলার সমাপ্তি ঘটে।

সামানগানের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমী জানিয়েছেন, ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং সাধারণ নাগরিকসহ ৫৪ জন আহত হয়েছে।
এক বিবৃতিতে তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

এই হামলার ফলে শান্তি আলোচনার অগ্রগতি আবারো ক্ষতিগ্রস্ত হলো, যা তালেবানের দাবিকৃত ৫০০০ আটক বন্দী থেকে ৬০০ বন্দী মুক্তি দেওয়া নিয়ে মতানৈক্যের কারণে এখনো শুরু হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ সারা দেশে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে রাতভর হামলার জন্যও তালেবানকে দায়ী করেছে। এসব হামলায় বাদাখশান প্রদেশে সাতজন, কুন্দুজ প্রদেশে ১৪ জন এবং কেন্দ্রীয় পারওয়ান প্রদেশে চারজন নিহত হয়েছে।

তালেবান তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা হামলা চালিয়ে কুন্দুজে ৯ জন এবং বাদাখশানে ৮ জনকে হত্যা করেছে।

এ সম্পর্কিত আরও খবর