কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:26:38

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো পৃথিবীতে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ব সংবাদমাধ্যমেও। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি তাদের ৫২০ জন সংবাদকর্মী ছাঁটাই করবে যা গত জানুয়ারিতে ঘোষিত সংখ্যার চেয়ে ৭০ জন বেশি।

কোভিড-১৯ মহামারির কারণে আগের ছাঁটাই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।

বিবিসি সংবাদ ও সাম্প্রতিক বিষয়াবলির পরিচালক ফ্র্যান আন্সওর্থ জানান, করপোরেশন মূলত ব্রিটিশ টেলিভিশন দর্শক প্রদত্ত নিবন্ধন ফি এর মাধ্যমে পরিচালিত। একে টেকসই ব্যবস্থার নিয়ে যাওয়া প্রয়োজন।

এই পরিকল্পনার ফলে বিবিসিতে আগের তুলনায় কম সংবাদ পরিবেশিত হবে।

এ সম্পর্কিত আরও খবর