ভিয়েতনামের সব পাকিস্তানি পাইলট বৈধ লাইসেন্সধারী

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 10:14:14

ভিয়েতনামের এয়ারলাইন্সে কর্মরত সব পাকিস্তানি পাইলটদের বৈধ লাইসেন্স আছে এবং তারা কেউই নিরাপত্তা হুমকিজনিত কাজে জড়িত নয়। শনিবার (১৮ জুলাই) পাকিস্তানের সরকার এই দাবি করেছে।

বৈশ্বিক নিয়ন্ত্রকদের মাঝে উদ্বেগ চলাকালীন, গত মাসে ভিয়েতনাম অভিযোগ করে, স্থানীয় এয়ারলাইন্সে কর্মরত পাকিস্তানি পাইলটদের মধ্যে অনেকেই সন্দেহজনক লাইসেন্স ব্যবহার করছে।

পাকিস্তানি দূতাবাস থেকে ভিয়েতনামের সরকারকে দেওয়া এক চিঠির উল্লেখ করে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি উড্ডয়ন নিয়ন্ত্রকের মাধ্যমে দেওয়া সব লাইসেন্স বৈধ। গণমাধ্যমে যেমন বলা হয়েছিল তা সত্য নয়। কোন জাল লাইসেন্স নেই।

ভিয়েতনাম ২৭ জন পাকিস্তানি পাইলটকে লাইসেন্স দেয় যাদের মধ্যে ১২টি এখনো সক্রিয়। বাকি ১৫টি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা করোনাভাইরাস মহামারির কারণে সক্রিয় নেই। ভিয়েতনামের বেসামরিক বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর