করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম অক্সফোর্ডের ভ্যাকসিন

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 14:14:40

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম ও নিরাপদ বলে জানিয়েছে বিজ্ঞানীরা। ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল শেষে ভ্যাকসিন প্রার্থীদের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।

সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রাথমিক ট্রায়ালে অংশ নেওয়া ১ হাজার ৭৭ জনের শরীরে ভ্যাকসিনটি অ্যান্টিবডি ও সাদা রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়েছে। যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে।

বর্তমানে ভ্যাকসিনটি চূড়ান্ত ধাপের ট্রায়ালে আছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে বৃহৎ আকারে স্বেচ্ছাসেবীদের ওপর ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। চূড়ান্ত পর্যায়ে দশ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

তৃতীয় ট্রায়াল শেষে অনুমোদন পেলেই বৃহৎ আকারে উৎপাদন শুরু করবে ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেকা।

ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকা কোনো মুনাফা ছাড়াই ব্যাপকহারে ভ্যাকসিন উৎপাদন করতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য ৪০০ মিলিয়ন এবং স্বল্প-মধ্যম আয়ের দেশগুলোর জন্য ১ বিলিয়নসহ মোট ২ বিলিয়ন ভ্যাকসিনের ডোজ তৈরি করবে।

অ্যাস্ট্রাজেনেকার সিইও পাস্কাল সরিওট জানিয়েছেন, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভ্যাকসিন বিতরণ শুরু করার পরিকল্পনা আছে। ২০২১ সালের প্রথম দিকে সব জায়গায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনাও করেছি।

অ্যাস্ট্রাজেনেকা ২০২০ সালের মধ্যে ৪০০ মিলিয়ন শট বিতরণ করবে। স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে ১ বিলিয়ন ডোজ সরবরাহের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

অক্সফোর্ডের তৈরি এ ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে এনকোভ-১৯ (ChAdOx1 nCoV-19)। ভ্যাকসিনটি পরীক্ষামূলক ট্রায়ালে আছে। ভ্যাকসিনটি কার্যকার কি না, তা দ্রুতই জানা যাবে। কার্যকর প্রমাণিত হলেই যত দ্রুত সম্ভব এর অনুমোদন দেবে যুক্তরাজ্যে সরকার।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট দলটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, আমরা ৮০ ভাগ সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী। পরীক্ষার ওপর ভিত্তি করে এটুকু বলতে পারি, করোনার ভ্যাকসিন সফলভাবে তৈরি করতে পেরেছি আমরা।

এ সম্পর্কিত আরও খবর