পুরস্কারের এক মিলিয়ন ইউরো দান করে দেবে গ্রেটা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 20:34:49

সুইডেনের পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ মানবতার জন্য গুলবেনকিয়ান পুরস্কার জিতেছেন। যার অর্থমূল্য ১ মিলিয়ন ইউরো। গ্রেটা জানিয়েছেন, জলবায়ু এবং পরিবেশ সংকট নিয়ে কাজ করা দাতব্য প্রকল্পে তিনি এই অর্থ দান করে দেবেন।

বিচারকরা তাকে বর্তমান সময়ের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। টাইম ম্যাগাজিনে ২০১৯ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত গ্রেটা দু’বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

স্ট্রাইক ফর ক্লাইমেট স্কুলের প্রতিষ্ঠাতা গ্রেটা তার প্রতিক্রিয়ায় জানান, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। আমরা জলবায়ুর সংকটকালে অবস্থান করছি। টেকসই পৃথিবী তৈরিতে যেসব প্রতিষ্ঠান ও প্রকল্প কাজ করছে তাদের সহায়তা করার জন্য এই পুরস্কারের অর্থ যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া হবে।

প্রতি বছর বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনে অবদান রাখা ব্যক্তি, গোষ্ঠী অথবা প্রতিষ্ঠানের অভিনবত্ব, উদ্ভাবনী এবং প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর