করোনা মহামারি প্রাদুর্ভাবের প্রায় দুই বছর পর ২২ অক্টোবর, শুক্রবার তেহরানে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ইরানের করোনা বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ কমিটি দলের অনুমোদনের পর সম্মিলিতভাবে নামাজ শুরু হয়।
গালফ নিউজ জানিয়েছে, সম্প্রতি তেহরানে চার শ’ মুসলিম স্কলার ও ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে একটি আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে করোনা বিষয়ক বিধি-নিষেধ শিথিল করে বড় মসজিদগুলোতে জুমার নামাজের অনুমোদন দেওয়া হয়।
জুমার নামাজে মুসল্লিদের মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সব ধরনের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়।
অবশ্য ইরানের ছোট শহরগুলোতে গ্রীষ্মকাল থেকেই জুমার নামাজ হচ্ছে। অক্টোবর থেকে বড় বড় শহরের মসজিদগুলোতে স্বাভাবিকভাবে নামাজ শুরু হয়।
করোনা মহামারি সংক্রমণরোধে গত ২০ মাস যাবত ইরানে নামাজ বড় বড় মসজিদে শুক্রবারের জুমার স্থগিত ছিল। করোনাকালে ইরানের ১ লাখ ২৪ হাজার সাত শ’ জন মারা যান। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোরে মধ্যে ইরানে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়।
সাম্প্রতিক সময়ের টিকা কর্মসূচীতে ইরানের ৮০ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হয়। ২৭ লাখের বেশি লোক করোনা টিকার উভয় ডোজ সম্পন্ন করেছে। সিনোফার্মা, স্পুটনিক-ভি, অস্ট্রাজেনেকাসহ নিজেদের তৈরি ‘কোভ-ইরান বারেকাত’ টিকার অনুমোদন দেয় ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই টিকা গ্রহণ করেছেন।