প্রিন্সিপাল হাবীবুর রহমান স্মারকগ্রন্থ প্রণয়নে কমিটি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিন্সিপাল হাবীবুর রহমান স্মারকগ্রন্থ প্রণয়নে কমিটি, ছবি: সংগৃহীত

প্রিন্সিপাল হাবীবুর রহমান স্মারকগ্রন্থ প্রণয়নে কমিটি, ছবি: সংগৃহীত

সিলেটের বরেণ্য আলেম প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির কীর্তি ধরে রাখতে তার জীবন ও কর্ম শীর্ষক স্মারকগ্রন্থ প্রণয়নে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর হোটেল ফরচুন গার্ডেনে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের প্রাক্তন ছাত্রদের (আবনা, ফুজালা ও মুহিব্বিন) এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জামেয়ার প্রাক্তন ছাত্র মাওলানা নূর উদ্দীন আহমদের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং স্মারকের প্রস্তাবিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রিন্সিপাল (রহ.)-এর সুযোগ্য বড় সাহেবজাদা মাওলামা সামিউর রহমান মুসা।

উপস্থিত সবার সম্মতিতে ১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক করা হয়েছে মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জীকে।

বিজ্ঞাপন

যুগ্ম আহবায়ক হলেন- মাওলানা নূর উদ্দীন (গোলাপগঞ্জ), মাওলানা মাহমুদ শুয়াইব (সিলেট), মাওলানা জলিল আহমদ (সুনামগঞ্জী), মাওলানা জিলাল আহমদ (সিলেট), মাওলানা হুসাইন আহমদ মিসবাহ (বালাগঞ্জ), মাওলানা সাহল আল রাজী চৌধুরী (সিলেট), সৈয়দ জয়নুল ইসলাম (সুনামগঞ্জ), মাওলানা হাবীবুর রহমান শামীম (মৌলভিবাজার)।

কমিটিতে সদস্যসচিব নির্বাচিত হয়েছেন- মাওলানা সামিউর রহমান মুসা (সিলেট)।

অনুষ্ঠানে স্মারক ও প্রিন্সিপাল (রহ.) কে নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও বক্তব্য প্রদান করেন- মাওলানা আব্দুল জলিল, মাওলানা মাহমুদ শোয়াইব, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা জিলাল আহমদ, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মাওলানা আফতাব উদ্দীন নোমানী, মাওলানা শিহাবুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমদ মিসবাহ প্রমুখ।

স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে ছিলেন ফুজালা, আবনা ও মুহিব্বিনে জামেয়া। সভায় স্মারক সংক্রান্ত উপস্থিত সবার উন্মুক্ত পরামর্শ গ্রহণ করা হয়। সভাপতি মাওলানা নূর উদ্দীনের বিশেষ নসিহত ও আগামী ১৭ জানুয়ারি সকাল ১১টায় পরবর্তী বৈঠকের সিদ্ধান্তে অনুষ্ঠানের সমাপ্তি হয়।