রোববার (৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’ অনুষ্ঠানের আয়োজন করেছে কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় যান চলাচলের বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোকরানা মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। ওই দিন সকাল থেকে ঢাকাসহ দেশের কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। এজন্য অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকা দিয়ে ভারী বা হালকা যানবাহনসহ চলাচল পরিহার করার অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার জেএসসি পরীক্ষা। সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে যেসব শিক্ষার্থীদের সিট পড়েছে, তাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ জানানো হলো।
শোকরানা মাহফিলে আগতের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাবতলী-মিরপুর রোড হয়ে শোকরানা মাহফিলে আসা ব্যক্তিরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন।
মাহফিলে আসা ব্যক্তিরা তাদের বহনকারী যানবাহন বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে একলাইনে পার্কিং করবেন।
উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি ক্রসিং-নাইটিংগেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর-রাজমনি ক্রসিং-নাইটিংগেল হয়ে পল্টনমোড় বা জিরোপয়েন্ট হয়ে আসা ব্যক্তিরা পল্টন মোড় বা জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বহনকারী বাস মতিঝিল এলাকায় পার্কিং করবেন।
উত্তরা বা এয়ারপোর্ট থেকে আসা গাড়ি পার্কিংয়ে মতিঝিল বা গুলিস্থানে স্থান সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা যেতে পারে।
চট্টগ্রাম, সিলেট থেকে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে আসা ব্যক্তিরা গুলিস্থানে নেমে হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বহনকারী যান মতিঝিল বা গুলিস্থান এলাকায় পার্কিং করবেন। যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চানখারপুল হয়ে আসবেন তারা চাঁনখারপুল নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবেন।
বাবুবাজার ব্রিজ হয়ে আসা ব্যক্তিরা গোলাপশাহ মাজারে নেমে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বহনকারী যান গুলিস্থান এলাকায় পার্কিং করবেন।
শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত সড়ক সাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ অন্যান্য অতিথিদের গমনাগমন উপলক্ষে ওই দিন সকাল থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন- বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহাবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
অনুষ্ঠানস্থলে আসা ব্যক্তিদের কোনও প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনও বস্তু বহন না করার জন্য অনুরোধ করা হলো।