সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
মাহফিলে ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গহরপুর জামিয়ার মাহফিলে অংশ নিতে দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরি পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসবেন বৃহস্পতিবার। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামি চিন্তাবিদগণ সম্মেলনে অংশ নেবেন।
দেশ বরেণ্য প্রখ্যাত বুজুর্গ আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। শায়খুল হাদিস আল্লামা হাফেজ নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.) ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের আমৃত্যু সভাপতি। দেশের প্রভাবশালী বুজুর্গ এই আলেম সারাদেশের ইসলামি অঙ্গনে অভিভাবক হিসেবে গণ্য হতেন। ১৯৫৭ সালে তিনি নিজ গ্রাম বালাগঞ্জের গহরপুরে (সিলেট) বিখ্যাত এই দ্বীনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।
গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বার্তা২৪.কমকে জানিয়েছেন, বার্ষিক মাহফিলের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি, আবহাওয়া পরিস্থিতিও ঠিক হয়ে যাবে। দেওবন্দ মাদরাসার শিক্ষাসচিবও বাংলাদেশে আসার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি এলাকাবাসীসহ আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.)-এর ভক্ত-শিষ্যদের মাহফিলে অংশ নিতে আহ্ববান জানিয়েছেন।