পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমা বন্ধের দাবিতে বাদ জুমা মিছিল

বিবিধ, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 00:50:27

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ ২২ ফেব্রুয়ারি পঞ্চগড়ে শুরু হওয়া ‘কাদিয়ানি ইজতেমা’ বন্ধের দাবিতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ফরিদাবাদ মাদরাসায় পঞ্চগড়ের অনুষ্ঠিতব্য ‘কাদিয়ানি ইজতেমা’ বন্ধের দাবিতে খতমে নবুওয়ত সংগঠনসমূহের একসভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সভা থেকে বিক্ষোভ মিছিলে নবীপ্রেমিক তওহিদি জনতাকে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি ইমাদুদ্দীন।

ইন্টারন্যাশনাল খতমে নবুওযত মুভমেন্ট বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নাজমুল হক বার্তা২৪.কমকে এসব তথ্য জানিয়েছেন।

সভায় বক্তারা বলেন, ওআইসি কর্তৃক অমুসলিম ঘোষিত কাদিয়ানি সম্প্রদায় দীর্ঘদিন যাবত এদশের ধর্মপ্রাণ নিরীহ মুসলমানদের ধর্মান্তরিত করে আসছে। কাদিয়ানিরা যেহেতু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বিশ্বাস করে, তাই তারা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং সালানা ইজতেমার নামে কোনো প্রোগ্রাম তারা করতে পারে না।

সভায় ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির মুফতি শুয়াইব ইবরাহিম, মহাসচিব মুহাম্মদ নাজমুল হক, আমরা ঢাকাবাসীর সভাপতি হাজী শামছুল হক, খতমে নবুওয়ত আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুল আলীম নেজামী, মধুপুর পীর সাহেবের সাহেবজাদা মাওলানা ওবায়দুল্লাহ, ঢালকানগর মাদরাসার প্রধান মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, জামালুল কোরআন মাদরাসার মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান, মক্কীনগর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, মাদরাসায়ে নূরে মদিনার প্রিন্সিপাল মাওলানা আরিফুল ইসলাম, রায় সাহেব বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক শেখ সাদী প্রমুখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর