মদিনার প্রত্নতাত্ত্বিক স্থানের মানচিত্র প্রকাশ

মদিনা, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-07 20:25:21

মদিনা রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার ‘ইন্নাহা তায়্যিবা’ (পবিত্র স্থান) শিরোনামে বিশেষ একটি মানচিত্রের আপডেট সংস্করণ প্রকাশ করেছে, যেখানে মদিনা এই অঞ্চলের ৫০টি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকা রয়েছে।

মানচিত্রে নথিভুক্ত ঐতিহাসিক স্থান, বর্তমান অবস্থান এবং নবী মুহাম্মদ (সা.)-এর জীবনের সঙ্গে যোগসূত্রে বিবরণ রয়েছে।

মদিনা রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানচিত্রে প্রতিটি ঐতিহাসিক জায়গার জন্য একটি বারকোড দিয়েছে। যা ওই জায়গার পরিচিত জানতে সাহায্য করবে।

মানচিত্রের সাহায্যে মদিনার ঐতিহাসিক জায়গাগুলো সম্পর্কে পর্যটকরা সহজে ধারণা লাভ করবেন, সেগুলো পরিদর্শনে যেতে পারবেন। মানচিত্রে রয়েছে, মসজিদে নববির থেকে শুরু করে মদিনার অন্যান্য বিশিষ্ট স্থানের যাতায়াতের চিহ্ন, যেসব স্থান সারা বছর মুসলিম দর্শনার্থীদের প্রিয় গন্তব্য।

আলোচিত মানচিত্রের উল্লেখযোগ্য বিষয় হলো, ছবির ব্যবহার। ছবির মাধ্যমে বাকি আল গারকাদ (জান্নাতুল বাকি), আল-সাফিয়া জাদুঘর এবং পার্ক, মসজিদে নববির পুরোনো স্থাপত্যের প্রদর্শনী এবং ইতিহাস সংক্রান্ত জাদুঘরগুলোর অবস্থান দেখানো হয়েছে।

মানচিত্রে ঐতিহাসিক মসজিদগুলোও রয়েছে, যেগুলো নবি কারিম (সা.) যুগে নির্মিত হয়েছিল এবং এখনও অবশিষ্ট রয়েছে। যেমন- আল গামামা মসজিদ, আবু বকর আস-সিদ্দিক মসজিদ, ওমর বিন আল-খাত্তাব মসজিদ, আলী ইবনে আবি তালিব মসজিদ, আল-সাজদা মসজিদ, আল-ইজাবা মসজিদ, আল-সুকিয়া মসজিদ, আল-মানারাতাইন মসজিদ, বনি হারাম মসজিদ, আল-ফাতাহ মসজিদ, আল-রায়াহ মসজিদ, বনি হারিসা মসজিদ, আশ-শাইখাইন মসজিদ, আল-জুমুআ মসজিদ এবং কুবা। মসজিদ।

ইন্নাহা তায়্যিবা মানচিত্রে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এর মাঝে সেলা পর্বত, জাবালে রুমা ও উহুদের শহীদদের কবরস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য।

মানচিত্রে আরও রয়েছে প্রাচীন কূপগুলোর বিবরণ। যা এই অঞ্চলের ঐতিহাসিক স্থানগুলোকে পুনরুদ্ধার করার একটি প্রকল্পের অংশ হিসেবে পুনর্বাসন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বীর আল-খাতাম (আরিসের কূপ), আতক কূপ, আল-ইহান কূপ, ঘরের কূপ এবং আল-ফকাইর কূপ।

অন্যান্য স্থানের মধ্যে রয়েছে উরওয়া প্রাসাদ, আল-জামাওয়াত, পবিত্র কোরআন মুদ্রণ ছাপাখানা এবং নবী মুহাম্মদ (সা.)-এর সময় এবং পরবর্তী যুগে মদিনায় সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে যুক্ত ঐতিহাসিক স্থানগুলোর বিবরণ।

এ সম্পর্কিত আরও খবর