‘আওয়ার ইসলাম’ গুরুত্বপূর্ণ নানা কাজের একটি বৃহৎ প্ল্যাটফর্ম

ইসলামি খবর, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-11 20:58:38

তুরস্কে নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশি হাফেজ মুয়াজ মাহমুদকে সংবর্ধনা দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ‘আওয়ার ইসলাম।’

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের সঙ্গে একদুপুর’ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় হাফেজ মুয়াজের শিক্ষক ও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান মাসুম ফয়েজিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঞ্চালনায় বক্তব্য দেন নন্দিত ইসলামি আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, জাতীয় মসজিদ বায়তুল মোকররমের ইমাম মুফতি এহসানুল হক জিলানী, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, কওমি কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, মাওলানা হানযালা জুবায়ের, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান মিরাজ রহমান, কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, মারকাজুল ফোরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোশাররফ হোসেন মাহমুদ, খিদমাহ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের কনসালটেন্ট ডা. মশিউর রহমান, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আওয়ার ইসলামের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আওয়ার ইসলাম শুধু একটি সংবাদমাধ্যমই নয়, এটি সময়ের গুরুত্বপূর্ণ নানা কাজ আঞ্জাম দেওয়া একটি বৃহৎ প্লাটফর্ম।

মুয়াজ মাহমুদকে সংবর্ধনা দিয়েছে আওয়ার ইসলাম, ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে জানানো হয়, দেশ-স্বাধীনতা ও মানবতার কল্যাণ গণমাধ্যমের মূল কাজ। আস্থার সঙ্গে সেই কাজটিই করে যাচ্ছে দেশের ইসলামি ভাবধারার প্রধানতম অনলাইন সংবাদমাধ্যম ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।’

রাজধানীসহ ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ২০১৬ সালের জুনে পথচলা শুরু হয় আওয়ার ইসলামের। শুরু থেকে পেশাদার গণমাধ্যমকর্মীর মাধ্যমে দেশ ও দেশের বাইরের সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি বিশ্বস্ততার সঙ্গে করছে এই অনলাইন সংবাদ। ফলে পত্রিকাটি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে ব্যাপক।

অনলাইন সংবাদমাধ্যমটির সম্পাদক হুমায়ুন আইয়ুব একজন আলেম লেখক, সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মী। ‘পজেটিভ ইসলাম, পজেটিভ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে কাজ করছে আওয়ার ইসলাম টিম। সংবাদ প্রকাশের পাশাপাশি ইভেন্টভিত্তিক সামাজিক উদ্যোগ ও তরুণ প্রজন্মের মেধা বিকাশের জন্যও কাজ করছে এই টিম।

ভাষার মাসে আলেমদের অংশগ্রহণে মাতৃভাষা নিয়ে ভিন্নধর্মী আয়োজন, প্রথম বর্ষপূর্তিতে আলেম-উলামা ও গুণী মেহমানদের উপস্থিতিতে আওয়ার ইসলামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, রোহিঙ্গা সংকটে রোহিঙ্গা বিষয়ক মতবিনিময় সভা, সর্বসাধারণের উপস্থিতিতে রাজধানীতে ‘ধুলোমুক্ত ঢাকা চাই’ ক্যাম্পেইন, লাল সবুজের পতাকাকে বিশ্ববুকে সম্মানিত করায় বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে এক দিনের প্রতীকী সম্পাদক করাসহ সময়োপযোগী নানা আয়োজন করে আসছে অনলাইন গণমাধ্যমটি।

এছাড়া পত্রসাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এবং মানবতার নবী হজরত মুহাম্মদ (সা.) এর ভালোবাসাকে তরুণদের কাছে ফুটিয়ে তুলতে ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ এবং ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ প্রতিযোগিতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা-চেতনা ও আদর্শের চর্চাকে বেগবান করতে পবিত্র রবিউল আউয়াল মাসে ‘সীরাত উৎসব’, করোনা সংকটে ঢাকার বিভিন্ন মাদরাসায় ‘স্বাস্থ্য ক্যাম্পেইন’, ইসলামি বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত করতে ‘ইসলামি বইমেলা’, মাদরাসা শিক্ষার্থীদের অনলাইন বিষয়ে সচেতন করতে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন’, কওমি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা বাংলায় সাহিত্য চর্চা বাড়াতে ‘দেওয়ালিকা উৎসব’ আয়োজন, বিশিষ্টজনদের নিয়ে ‘পিঠাপুলি উৎসব’, জাতীয় প্রেসক্লাবে ‘সিরাত অনুষ্ঠান’, পূর্বসূরীদের চিন্তা-চেতনা ছড়িয়ে দিতে ‘মনীষী গবেষণা সপ্তাহ’, পরিবেশবান্ধব মাদরাসা ক্যাম্পেইনসহ বেশকিছু সামাজিক কাজ করে যাচ্ছে আওয়ার ইসলাম।

ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স, ছবি: সংগৃহীত

পাশাপাশি তরুণ প্রজন্মের মেধা বিকাশের জন্য ‘আওয়ার ইসলাম স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ নামে স্বতন্ত্র প্রতিষ্ঠান করে ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যাচ করে কওমি মাদরাসার শিক্ষকদের জন্য ‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক’ কর্মশালা, মাদরাসা শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা চর্চার আগ্রহ বাড়াতে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স, শিক্ষার্থীদেরকে বিশ্বব্যাপী কাজের উপযুক্ত করে গড়ে তুলতে ‘স্পোকেন ইংলিশ কোর্স, ভালো মানের খতিব, আলোচক ও আলেম উপস্থাপক তৈরির জন্য ‘উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স, মাদরাসা ছাত্রদের আরবি, বাংলা, ইংরেজি লেখা আকর্ষণীয় করে তোলার জন্য ‘সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এবং মাদরাসা ছাত্রদের জন্য আরবি ব্যাকরণ কোর্সের আয়োজন করছে এই অনলাইন সংবাদ মাধ্যম।

এছাড়া, মুসলিম বিশ্বের গুরুত্বপূ্র্ণ বিশাল জমায়েত টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ সাময়িকী প্রকাশ, নিয়মিত ঈদ সাময়িকী প্রকাশ, তিন খণ্ডে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. স্মারকগ্রন্থ প্রকাশ, শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. স্মারকগ্রন্থ প্রকাশ ইত্যাদি কাজ করছে আওয়ার ইসলাম।

পত্রিকাটির সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব জানান, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে ধারণ করে দেশ-স্বাধীনতা ও মানবতার পক্ষে সংবাদভিত্তিক, সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাওয়াই আওয়ার ইসলামের লক্ষ্য।

এ সম্পর্কিত আরও খবর