রোজা আত্মোন্নতির সোপান: ড. মাহফুজ পারভেজ

রামাদ্বান কারীম, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2023-08-22 12:44:43

বার্তা২৪.কমের কন্ট্রিবিউটিং এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেছেন, 'রোজা আত্মোন্নতির সোপান। শারীরিক ও মানসিকভাবে মানুষকে কৃচ্ছ্বতার শক্তি ও উন্নত নৈতিকতার শিক্ষা দেয় রমজান।'

বৃহস্পতিবার (১৬ মে) কিশোরগঞ্জ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ড. মাহফুজ পারভেজ বলেন, 'ধর্ষণ, নারীহত্যা, খাদ্যে ভেজালসহ বিভিন্ন সামাজিক সমস্যা আমাদেরকে গ্রাস করেছে। রমজানের নৈতিকতার শক্তি দিয়ে ব্যক্তিগত ও সামাজিক অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সামর্থ্য অর্জন করতে হবে এবং ব্যক্তিগত ও সামষ্টিক শুদ্ধাচার নিশ্চিত করতে হবে।'

তিনি বলেন, 'ইসলাম বৈরাগ্যবাদের কথা বলে না, বলে দুনিয়া ও আখেরাতের কল্যাণের কথা। উভয়বিদ কল্যাণ শুদ্ধাচার ও নৈতিকতার মাধ্যমে অর্জন করতে হবে।'

ঈশা খাঁ ইন্টারন্যাশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো বদরুল হুদা সোহেলের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, ডিন প্রফেসর আরজ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ, সহকারি পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর মো. ইবরাহিম হোসেন প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর