আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসার জন্য গঠিত হজ চিকিৎসক দলের প্রশিক্ষণ নির্ধারিত দিনে হচ্ছে না। ওই প্রশিক্ষণ ১৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৩ জুন) প্রশিক্ষণ স্থগিত করে ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এস.এম মনিরুজ্জামান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। স্থগিত হওয়া প্রশিক্ষণ কবে হবে তার নতুন তারিখ নির্ধারণ করে মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে (Mora.gov.bd) এবং হজের ওয়েবসাইট (www.hajj.gov.bd)-এ জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৮ মে আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২০৭ সদস্যবিশিষ্ট হজ চিকিৎসক দল গঠন করে ধর্ম মন্ত্রণালয়।
হজ চিকিৎসক দলে ৯০ জন চিকিৎসক, ৭৫ জন নার্স-ব্রাদার, ৩৪ জন ফার্মাসিস্ট ও ৮ জন ওটি এসিস্ট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন।
চিকিৎসক দলের সদস্যরা ২ জুলাই থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সেখানে তারা মক্কা, মদিনা, মিনা, আরাফা ও জেদ্দায় দায়িত্ব পালন করবেন।