পবিত্র হজ পালনে খুব শিগগির মুসল্লিরা মক্কা মদিনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। হাজিদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইয়েন্সর প্রায় ৯৯ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে।
সোমবার (১ জুলাই) বেলা ১১টায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়ে। হজ ফ্লাইটের প্রস্তুতি সর্বশেষ হালনাগাদ তথ্য জানাতে সংবাদ সম্মেলনে বিমানের শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিমানের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব জাহান খান বলেন, এ পর্যন্ত ৬২ হাজার ৫০০ হজ টিকিট বিক্রি হয়ে গেছে। মাত্র এক হাজার টিকিট বিক্রি বাকি আছে, সেগুলো আগামী তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে।
চলতি বছর ১ লাখ ২৭ হাজারেরও বেশি হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব হজ করতে যাবেন বলে আশা করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল বলেন, হজযাত্রাকে সফল এবং স্বার্থক করতে নানামুখি কর্মসূচি নিয়ে এবার আশানুরূপ সুফল পেয়েছে বিমান। টিকিট বিক্রি থেকে শুরু করে হজ ব্যবস্থাপনার সকল দিক ও বিভাগে আশাতীত ফল পাওয়া গেছে। ইতোমধ্যেই ৯৯ শতাংশ টিকেট বিক্রি শেষ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ, গ্রাহকসেবার ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবাহান প্রমুখ।