জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমানের প্রথম হজ ফ্লাইট

হজ, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:45:27

হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বৃহস্পতিবার (৪জুলাই) সকাল সোয়া ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কিং আব্দুলআজিজ বিমানবন্দরে এই ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্মকর্তারা জানান, সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি (বিজি- ৩০০১) ঢাকা ছাড়ে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানান। এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

বিমান এ বছর ৬৩,৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। যা মোট হজযাত্রীর অর্ধেক। অবশিষ্ট হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস। ৬ জুলাই থেকে এই এয়ারলাইনস হজ ফ্লাইট শুরু করবে।

এবছর প্রথম বাংলাদেশি কিছু হজযাত্রীর ইমিগ্রেশনের কাজ ঢাকায় সম্পন্ন হবে।

দুই মাস ব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ৩০৪ ‘ডেডিকেটেড’ এবং ৬১টি শিডিউল ফ্লাইট। ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘প্রি-হজ’-এ মোট ১৮৯ টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৫৭ এবং শিডিউল ৩২)। পোস্ট-হজে ১৪৭ টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড-১৪৭ এবং শিডিউল ২৯) এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা এবং ঢাকা-মদিনা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এবছর যথাক্রমে ১৯ টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর