সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, হজ ১০ আগস্ট

হজ, ইসলাম

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় প্রধান, ইসলাম, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 23:47:00

মক্কা নগরী (সৌদি আরব) থেকে: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমসমূহ রাজকীয় সৌদি ফরমানের বরাতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

সে হিসেবে শুক্রবার (২ আগস্ট) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে ১০ আগস্ট (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। অর্থাৎ ওই দিন হজ পালনকারীরা আরাফার ময়দানে অবস্থান করবেন। হজের ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদুল আজহার অন্যতম আমল হলো- আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করা।

এদিকে হজপালন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লি এখন মক্কা নগরীতে অবস্থান করছেন। মসজিদে হারামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি নফল ইবাদত, তাওয়াফ এবং কোরআন তেলাওয়াত করে সময় কাটাচ্ছেন তারা।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ৬ হাজার ধর্মপ্রাণ মানুষ হজপালনের জন্য সৌদি আরব এসে পৌঁছেছেন।

এ সম্পর্কিত আরও খবর