ক্রাইস্টচার্চে স্বজন হারানোরা হজ পালনে মক্কায়

হজ, ইসলাম

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, ইসলাম, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 01:04:48

মক্কা নগরী (সৌদি আরব) থেকে: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় স্বজন হারানো পরিবারগুলোর ২শ’ সদস্য পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন। তারা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজ পালন করবেন।

শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে জেদ্দা বিমানবন্দরে এসে পৌঁছান ক্রাইস্টচার্চে স্বজন হারানোরা। সেখানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর জেদ্দা বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থাপনায় তারা মক্কায় পৌঁছান।

চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ঢুকে এলোপাথারি গুলি চালায় ডানপন্থি উগ্রবাদী সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট। ২৮ বছর বয়সী কট্টরপন্থি ওই হামলাকারী অভিবাসনবিরোধী।

সেই হামলায় ৫০ জন নিহত হন, আহত হন অনেকে। হামলার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন সম্প্রদায় মুসলমানদের প্রতি সমবেদনা জানায়। তখন সৌদি বাদশাহ ঘোষণা দিয়েছিলেন ক্রাইস্টচার্চের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের ব্যবস্থা করবেন। ওই ঘোষণার প্রেক্ষিতে তারা হজপালনের জন্য সৌদি মক্কায় এলেন।

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি মারা যান এবং হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি আক্রান্ত হন। তাদের পরিবারের সদস্যরাও হজ পালনের সুযোগ পেয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর