মদিনা মোনাওয়ারা (সৌদি আরব) থেকে: পবিত্র হজপালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন ৬৪ হাজার ২৪১ জন হাজি। চলতি বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনাসহ ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজযাত্রী হজপালনের জন্য সৌদি আরব এসেছিলেন। সে হিসেবে শনিবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত ১৪ দিনে অর্ধেক হাজি দেশে ফিরে গেলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮০টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯৬টিসহ মোট ১৭৬টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
এদিকে হজপালন করতে এসে শুক্রবার (৩০ আগস্ট) পর্যন্ত ১১২ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। তন্মধ্যে পুরুষ ৯৫ জন, নারী ১৭ জন। সর্বশেষ ইন্তেকাল করেন ঠাকুরগাঁও জেলার মে. তৈয়ব আলী (৬৮)। তিনি পবিত্র মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর- BT0127380।
এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট। হজপালন শেষে ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।