মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে তাকমিল ফিল হাদিস (দাওরায়ে হাদিস, মাস্টার্স) উত্তীর্ণদের সংবর্ধনা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাখেনন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি, শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেট গহরপুর মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুসলেহউদ্দিন রাজু।
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, লেখক ও ব্যাংকার অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, ইসলামি চিন্তাবিদ মাওলানা রুহুল আমীন সাদী ও সাংবাদিক ইসমাইল মাহমুদ।
ফোরামের সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান ও সহ-সম্পাদক শাহ মুহাম্মাদ মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়পুর মামরকপুর টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, বরুণা টাইটেল মাদরাসার মাওলানা শেখ নুরে আলম হামিদী, শ্রীমঙ্গল জামেয়া ইসলামিয়া টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, জামেয়া রাহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, মুন্সিবাজার টাইটেল মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল মতিন, আনোয়ারা বেগম মহিলা টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ বেলাল, কালিয়ারগাঁও টাইটেল মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, বরুণা টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ, বলরামপুর টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ওলিউর রহমান জাকির, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পৃষ্ঠপোষক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, দারুল আজহার মডেল মাদরাসা উসমানীনগর ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা মিনহজ উদ্দিন মিলাদসহ স্থানীয় উলামায়ে কেরাম।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা জিয়াউল হক নাসেহ। ইসলামি সংগীত পরিবেশন করেন স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী আবু রায়হান, আবির হাসানসহ আবাবিল সাংস্কৃতিক ফোরাম, সুরের কাফেলা ও রাহে নাজাতের শিল্পীরা।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ২০১৯ সালের তাকমিল ফিল হাদিস (দাওরায়ে হাদিস, মাস্টার্স) উত্তীর্ণ ৬৫ জন আলেমকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের মৌলভীবাজার সদর থানা, রাজনগর উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা, কমলগঞ্জ উপজেলা এবং কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দসহ ফোরামের নির্বাহী দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ২০১৭ সালের ১৬ নভেম্বর ৬৩ জন অনলাইন অ্যক্টিভিস্টদের নিয়ে ফোরামের কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।