জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, উত্তরা গাওয়াইর ও পিরোজপুর সাতকাসেমিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা রফিক আহমদ মহল্লীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।
রোববার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমানসহ অন্য নেতারা বলেন, মাওলানা মহল্লী ছিলেন একজন দেশপ্রেমিক হক্কানি আলেম। আজীবন তিনি কোরআন-সুন্নাহর শিক্ষা ও আদর্শ প্রচার করে গেছেন। ইসলাম বিনাশী অপশক্তির বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা এদেশের তাওহিদি জনতা আজীবন মনে রাখবে।
তিনি আজীবন জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির সেবায় নিবেদিত ছিলেন। নেতারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য যে, আল্লামা রফিক আহমদ মহল্লী শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় নাজিরপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।
রোববার সাতকাসেমীয়া মাদরাসায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আল্লামা রফিক আহমদ মহল্লীর জানাজায় দক্ষিণবঙ্গের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।