ঢাকার উত্তরায় প্রবীণ ও নবীন আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষাবোর্ড EDEXCEL-এর শিক্ষাক্রম অনুযায়ী ইংলিশ মিডিয়াম স্কুল ‘নর্থ পয়েন্ট স্কুল ঢাকা’ (NPSD)।
স্কুলটির বিশেষত্ব হলো, এর সিলেবাসে আরবি ও হিফজুল কোরআনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে দ্বীনদার পরিবারের সন্তানদের এখানে ভর্তির জন্য আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হামিদুর রহমানসহ উত্তরার বিভিন্ন মসজিদ ও মাদরাসার চিন্তাবিদ গবেষক আলেমদের পরামর্শ ও সহযোাগিতায় ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে প্রতিষ্ঠানটি তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে। সম্পূর্ণ ইসলামি পরিবেশ এবং শিক্ষা উপযোগী স্কুলটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা।
রয়েছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগের সুযোগ। পুরো স্কুলটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। এ ছাড়া ক্লাসরুমগুলোতে রয়েছে স্মার্ট টেকনোলজির ব্যবস্থা, এসি ক্লাসরুম ও সুসজ্জিত খেলার জায়গাসহ আরও অনেককিছু।
একাডেমিক যে বিষয়গুলোতে নতুনত্ব রয়েছে-
১. স্বনামধন্য বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে দীর্ঘ ১১ বছর কাজ করেছেন এমন শিক্ষকের তত্ত্বাবধানে জুনিয়র সেকশন ( প্লে গ্রুপ-ক্লাস ২) পরিচালিত।
২. প্লে গ্রুপ থেকে বাচ্চাদের বিশ্ববিখ্যাত ফনিক্স ‘জলি ফনিক্স’ শেখানো হয়।
২. ছোট থেকেই তাওহিদের তালিম, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া, নামাজের নিয়ম এবং বিষয়ভিত্তিক হাদিস পড়ানো হয়।
৩. মেধাবী শিক্ষার্থীদের জন্য জেনারেল পড়ালেখার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ সালামাতুল্লাহর তত্ত্বাবধানে পবিত্র কোরআন হিফজ (মুখস্থ) করার সু-ব্যবস্থা।
৪. জেনারেল কারিকুলামের মধ্যে কোরআনিক এরাবিক অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত নিয়মিত এই সাব্জেক্টের লেসন নিলে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হলে ইনশাআল্লাহ নিজেই পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদ করতে পারবে।
৫. সম্পুর্ণ ইংলিশ ব্যাকগ্রাউন্ড শিক্ষকমন্ডলী দ্বারা স্কুলটি পরিচালিত।
৬. শীঘ্রই ও ‘লেভেল পর্যন্ত শিক্ষাদানের পরিকল্পনা।
সন্তানের মেধা-মননে ইসলামিক তাহজিব-তামাদ্দুনের সক্রিয় প্র্যাকটিস করানো এবং একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুলটি প্রতিজ্ঞাবদ্ধ।
স্কুলটির অবস্থান: হাউজ নং ৪৭, রোড নং ১২, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৭২৫৯৮০৯৮৮, ০১৯২৫৯৮০৯৮৮