‘ফের সুয়ে হারাম লে চল’ ভারতের সুপরিচিত কথা সাহিত্যিক মাওলানা নাদিম আল ওয়াজিদির আলোড়নসৃষ্টিকারী রচনা। বইটি মূলত বায়তুল্লাহ শরিফের ভ্রমণ কাহিনী হলেও লেখকের নান্দনিক উপস্থাপনা আর চমৎকার ভাষাশৈলী এবং সাবলীল শব্দচয়নে বইটিতে ফুটে উঠেছে- পবিত্র বায়তুল্লাহর হৃদয়ছোঁয়া অনবদ্য ভ্রমণকাহিনীসহ, হজ-উমরার দালিলিক মাসায়েল ও ঐতিহাসিক স্থাপনাগুলোর নান্দনিক পরিচিতি।
লেখক একাধিকবার বায়তুল্লাহ সফর করেছেন। সে হিসেবে মক্কা-মদিনার প্রতিটি অলিগলিই তার খুব চেনা-জানা এবং পরিচিত। তাই তিনি ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তকে ইতিহাসের গভীর নির্যাসের আলোকে বিশ্লেষণ করেছেন, সুনিপুণভাবে। সাবলীলভাবে উপস্থাপনা করেছেন প্রতিটি অধ্যায়কে। পুরো বইটিতে নজর বুলালে আপনার মনে হবে, বইটি নিছক একটি ভ্রমণকাহিনী না এটি একটি তাত্ত্বিক সিরাত গ্রন্থও।
বইটি অধ্যায় করলে, সহজেই যেকোনো পাঠকের চোখের সামনে ভেসে উঠবে সাড়ে চৌদ্দশ’ বছর আগের মুসলমানদের ঐতিহ্যঘেরা স্মৃতিফলক; বদর, উহুদ, খন্দক। পাতায় পাতায় বিচরণ করলে সিক্ত হবেন, পবিত্র ভূমি; মিনা,আরাফা ও মুযদিলাফার ধুলোবালিতে। বদরের অবিস্মরণীয় বিজয় যেমনিভাবে পাঠককে আন্দোলিত করবে, ঠিক তেমনিভাবে উহুদের নির্মম চিত্রগুলো পাঠকের দু’চোখ দিয়ে অশ্রু ঝরাবে বারবার।
বইেয়র প্রতিটি অধ্যায় পাঠ কালে, পাঠক কল্পনাতে নিজের অজান্তে মুহূর্তেই চলে যাবেন স্বপ্নপুরীর সেই দূর্গগুলোতে। যেখানের মাঠ ও মাটির সঙ্গে মিশে আছে পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম-ভালোবাসা আর পবিত্র অঙ্গপ্রত্যঙ্গের স্পর্শগুলো। হাজার হাজার দূরে থেকেও মনে হবে আমি ঘোরাফেরা, করছি পবিত্র হিজায ভূমিতে। কালো গিলাফের মনোমুগ্ধকর চিত্রায়নে অবিরাম অশ্রুমাখা মুখ থেকে বের হতে থাকবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনি।
বাংলাদেশের তরুণ লেখক ও অনুবাদক নাজমুল ইসলাম কাসিমীর সাবলীল অনুবাদে ‘কাবার পথে ধন্য হতে’ নামে বইটি সম্প্রতি বাজারে এসেছে। মুদ্রিত মূল্য, ৩৫০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ২৮০। বইটি সংগ্রহ করা যাবে রকমারি ডকটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে।
বই: কাবার পথে ধন্য হতে
মূল: মাওলানা নাদিম আল ওয়াজিদি
অনুবাদ: নাজমুল ইসলাম কাসিমী
সম্পাদনা: জহির উদ্দীন বাবর
প্রকাশনায়: দারুল উলুম লাইব্রেরী, বাংলাবাজার, ঢাকা।