উন্নত চিকিৎসার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকা আনা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আনা হয়য়। এখন তিনি পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বার্তা২৪.কমকে এ তথ্য জানিয়েছেন হেফাজত আমিরের ছেলে ও সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।
মাওলানা আনাস বলেন, বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। তবে কিছু পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। যেহেতু চট্টগ্রাম থেকে আনা হয়েছে, তাই আপাতত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। তিনি ডা. সারওয়ার আলম ও ডা. মতিউর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী এর আগেও এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ দিনদিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, ফলে তাকে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
সর্বশেষ শনিবার (১১ এপ্রিল) বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
এদিকে সোমবার (১৩ এপ্রিল) আল্লামা শফী ইন্তেকাল করেছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিভ্রান্তি নিরসনে আল্লামা শফীর ছেলে দিয়ে মাওলানা আনাস মাদানী ফেসবুক লাইভে এসে জানান, তিনি এখন স্বাভাবিক আছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
মাওলানা আনাস আল্লামা শফীর শারীরিক সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।