ইবরাহিমি মসজিদে ফিলিস্তিনিদের ঢুকতে বাধা

বিবিধ, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 23:32:49

অধিকৃত ফিলিস্তিনের আল খলিল বা হেবরন শহরের ইবরাহিমি মসজিদে জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২৯ মে) তারা জুমার নামাজ পড়তে বাধা দেয়। এটা নিয়ে এক সপ্তাহে দুইবার নামাজে বাধা দেওয়ার ঘটনা ঘটল।

আল খলিল ওয়াকফ বোর্ডের পরিচালক আবু সানিনা বলেছেন, ইবরাহিমি মসজিদে নামাজ পড়তে আসা বহু মুসল্লিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আশেপাশের তল্লাশি চৌকিগুলো থেকেই তাদেরকে ফেরৎ পাঠানো হয়েছে। এ ছাড়া ইবরাহিমি মসজিদ থেকে আজানও প্রচার করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, এ ধরণের নানা অন্যায় পদক্ষেপের মাধ্যমে এই মসজিদ ও মাজারকে মুসল্লিশূন্য করা পায়তারা চালানো হচ্ছে।

আবু সানিনা বলেন, ইবরাহিমি মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা এ মাধ্যমে ইসলামি পবিত্র স্থানগুলোর ওপর আঘাত করছে।

গত মঙ্গলবারও ইবরাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেয় দখলদার বাহিনী। তারা সেদিন মাত্র ৫০ জন ফিলিস্তিনিকে মসজিদে ঢুকতে দিয়েছিল।

ঐতিহাসিকদের মতে, ইবরাহিমি মসজিদে রয়েছে হজরত ইবরাহিম (আ.)-এর মাজার। এ কারণে এই মসজিদটি ইবরাহিম (আ.)-এর মাজার হিসেবেও পরিচিত।

এ সম্পর্কিত আরও খবর