২০৫০ সালের মধ্যে সমুদ্রে বিলীন হতে পারে কলকাতা

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা | 2023-08-30 02:14:05

২০৫০ সালের মধ্যে সলিল সমাধি হতে পারে কলকাতার। তার সাথে সমুদ্রে বিলীন হতে পারে হাওড়া, মেদিনীপুরের মতো পশ্চিমবঙ্গের জেলাগুলোর। বাদ যাবে না ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। জলবায়ু পরিবর্তনের জেরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরগুলো।

সম্প্রতি নিউজার্সির ‘ক্লাইমেট সেন্টার’ এক গবেষণায় দাবি করেছে, ২০৫০ সালের মধ্যে সমুদ্রের পানিস্তর এতটাই বেড়ে যেতে পারে যে, তার জেরে গৃহহীন হতে পারে ১৫ কোটি মানুষ।

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী পানির স্তর বাড়ায় পৃথিবীর অনেক শহরের সাথে ভেসে যেতে পারে বিশ্বের অন্যতম বৃহত্তম শহর মুম্বাই নগরী। ফলে বিপদের মুখে দাঁড়িয়ে ভারতের বাণিজ্যনগরী। এর মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া ও মেদিনীপুর জেলা।

এছাড়া রাষ্ট্রসঙ্ঘের এক রিপোর্ট বলছে, সমুদ্রের পানিস্তর মাত্র ৫০ সেন্টিমিটার বাড়লেই বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক শহরই বিলীন হতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের কোটি কোটি মানুষ।

এ সম্পর্কিত আরও খবর