প্রতারণা মামলায় চিত্রনায়িকা রোমানা রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 09:46:32

সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের দায়ের করা প্রতারণা মামলায় মডেল ও রান আউট সিনেমার নায়িকা রোমানা ইসলাম স্বর্ণার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের ভার্চুয়াল আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। স্বর্ণার মা আশরাফি আক্তার শেলী এবং ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনানের রিমান্ড আবেদন নাকচ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেককে সাত দিন করে রিমান্ড চেয়েছিলেন।

গত ১১ মার্চ বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে রোমানাকে গ্রেফতার করে। তখন থেকেই তিনি কারাগারে আটক ছিলেন।

অভিযোগ থেকে জানা যায়, রোমানা স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটস অ্যাপ-ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন। প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা। অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় প্রতারণার মামলাটি করেন সৌদি আরব প্রবাসী জুয়েল।

এ সম্পর্কিত আরও খবর