সনদ বাণিজ্য

কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রীর জামিন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

সেহেলা পারভীনের পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সভাপতি আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদাত শাওন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন এতথ্য জানান।

বিজ্ঞাপন

গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে সেহেলা পারভীনের নাম উঠে আসে। ২০ এপ্রিল সেহেলা পারভীনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২১ এপ্রিল এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ এপ্রিল রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।