রাজশাহীতে ভুয়া এসআই গ্রেফতার

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-22 10:28:16

রাজশাহী মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশের জালে পা দিয়ে গ্রেফতার হয়েছে ভুয়া উপ-পরিদর্শক এসআই ফিরোজ আহমেদ আতিক (৩৫)।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করেছে।

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া পালপাড়া এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম ইসমাইল হোসেন। রাজশাহী নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারক আতিক নগরীর বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত আছেন জানিয়ে প্রতারণা করতেন। তিনি তিন-চার বছর ধরে বেকার চাকরিপ্রত্যাশী যুবকদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন। শুধু তাই নয়, বিয়ের প্রলোভন দিয়ে মেয়েপক্ষের কাছ থেকেও টাকা-পয়সা হাতিয়ে নিতেন। কখনও জরুরি প্রয়োজনের কথা বলতেন, আবার কখনও বলতে উন্নত প্রশিক্ষণের জন্য যেতে হবে দেশের বাইরে। এভাবে তিনি একের পর এক প্রতারণা করে আসছিলেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক আতিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান নগর ডিবি পুলিশের ডিসি আরেফিন জুয়েল।

এ সম্পর্কিত আরও খবর