হেফাজত নেতা হাবীবুল্লাহ কাসেমী ও ফয়সাল হাবিবীর ৩ দিনের রিমান্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:25:53

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের দুই নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী ও ফয়সাল মাহমুদ হাবিবীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার মতিঝিল থানার দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী ও ফয়সাল মাহমুদ হাবিবীকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে গ্রেফতার করা হয় এবং ওই দিন বিকাল ৪টার দিকে ডেমরা থেকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে ডিবির মিরপুর ডিভিশন।

এ সম্পর্কিত আরও খবর