আশুলিয়ায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৮ সদস্য আটক

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 15:13:08

রাজধানী ঢাকার আশুলিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

রোববার (২ মে) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়াউর রহমান চৌধুরী বলেন, শনিবার (১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়া থানাধীন বাইপাইল ব্রিজে কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১টি কাচি, ১টি প্লাস, ২টি সুইস গিয়ার চাকু, ২টি স্ক্রু ড্রাইভার এবং ছিনতাইকৃত ৪টি মানিব্যাগ, ৭ টি মোবাইলসহ ৮ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তারা দীর্ঘদিন ধরে ৮-১০ জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছিল।

আটককৃতরা হলেন, মো. আবুল হাসেম (২৮), রাজা মিয়া (৪০), বকুল শাহ (৩৫), কাবুল শেখ (২৫), মো. বাবুল খলিফা (৩৪), মো. তৈয়ব (৫৬), মো. জয়নাল আবেদীন (৪০), মো. তারেক (৩২)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর