ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সুমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে রিমান্ডের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে, কড়া নিরাপত্তায় সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন দাস ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোর্ট সাব-ইন্সপেক্টর ও বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবীরা ১০ দিন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

বিজ্ঞাপন

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য শুনানিতে অংশ নেন। উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে এ সময় উত্তেজনা বিরাজ করে। প্রায় দুই মিনিটের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ব্যারিস্টার সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিকে রিমান্ডে নেওয়ার আগে-পরে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিল করতে হবে।

ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বিক্ষুব্ধ ছাত্ররা কোর্ট প্রাঙ্গণে মিছিল করে।

এ সময় সুমনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র-জনতা। সুমনের নির্বাচনী এলাকা চুনারুঘাট মাধবপুর থেকে বিপুল সংখ্যক লোক কোর্ট প্রাঙ্গণে জড়ো হন। রিমান্ড আবেদন শুনানি শেষে তাকে হবিগঞ্জ কারাগারে নেওয়া হয়।