মাগুরায় হাতে নাতে চোর ধরে পুলিশে দিলেন নারী

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা | 2023-08-25 14:57:10

মাগুরা শহরের ভায়না দক্ষিণপাড়ায় হাতে নাতে এক চোরকে ধরে ৯৯৯ এ ফোন করে পুলিশে দিলেন খাদিজা খাতুন নামে এক সাহসী নারী।

সোমবার (১০মে ) রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।

গৃহবধূ খাদিজা খাতুন জানান, গত রোববার রাতে তার বাড়িতে চুরি সংঘটিত হয়। এ সময় চুরি হয় দুটি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জামাদি। পরবর্তী সোমবার রাতে তার বাড়িতে আবার চুরির চেষ্টা করা হলে তিনি রাহুল হোসেন (১৩) নামের এলাকার এক কিশোরকে হাতে নাতে ধরে ফেলেন। এ সময় রাহুল আগের রাতে খাদিজা খাতুনের বাড়িতে মালামাল চুরির কথা স্বীকার করে।

ইতিমধ্যে রাহুলকে ছাড়িয়ে নিতে তার পরিবারের লোকজন জোরপূর্বক চেষ্টা করে। এ সময় খাদিজা খাতুন ও তার ভাইসহ অন্যরা এগিয়ে এলে রাহুল ও তার পরিবারের লোকজনের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে খাদিজা খাতুন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, রাহুল স্থানীয় একটি কিশোর গ্যাং এর সাথে জড়িত। সে খাদিজা খাতুনের প্রতিবেশী।

এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএমএ দোহা জানান, ঘটনাটি জানার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত রাহুলকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই রাহুলের স্বজনরা পালিয়ে যায়। এ ঘটনায় খাদিজা খাতুন বাদি হয়ে রাহুল ও তার স্বজনদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেছেন। 

এ সম্পর্কিত আরও খবর