ফজলে করিমকে হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ছাত্র আন্দোলনের আরেকটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে, চট্টগ্রাম মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিকী এই আদেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আদালতের চান্দগাঁও থানা জিআরও রাসেল। তিনি বলেন, চান্দগাঁও থানার হত্যা ১৮(৮)২৪ মামলায় ফজলে করিমকে শ্যোন অ্যারেস্ট দেখায় আদালত। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া সাপেক্ষে তাকে শ্যোন অ্যারেস্ট চাওয়া হয়।

গত ১২ সেপ্টেম্বর ভারতে যাওয়ার চেষ্টাকালে ফকির মোড়া বিওপির টহল দল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। এরপর চট্টগ্রামে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

বিজ্ঞাপন